নতুন বছরের প্রথম সূর্যোদয়

পপুলার নিউজ ডেস্ক:

‘যেতে নাহি দিব হায়/তবু যেতে দিতে হয়/তবু চলে যায়’ বিদায় দিতে না চাইলেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এ পঙক্তির মতো বিদায় নিলো আরও একটি বছর। নতুন বছরের প্রথম সূর্যে যাত্রা শুরু হলো নতুন দিনের।

পুরনো গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে বিশ্বজুড়ে ছিল নানা আয়োজন। নিজেদের মতো করে ২০২২ সালকে স্বাগত জানিয়েছে বাংলাদেশিরাও।

রাত বারোটা এক মিনিটেই শুরু হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন। সেই রেশ কাটতে না কাটতেই ভোরের আবির্ভাব। আনন্দ আর শান্তির বার্তা নিয়ে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে উঠে আসে নতুন দিনের সূর্য। জানান দেয় ইংরেজি নববর্ষের প্রথম দিনের।

প্রথম দিনের এ সূর্যের উদ্দেশ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নতুন
আবির্ভাবে
কে তুমি?
মেলেনি উত্তর।

বৎসর বৎসর চলে গেলো।
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিম সাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়
কে তুমি?
পেলো না উত্তর।

পূর্ববর্তী নিবন্ধবছর শুরুর দিনে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত- মৃত্যু নিম্নমুখী
পরবর্তী নিবন্ধনববর্ষ উদযাপনে আতশবাজি-ফানুসে রাজধানীর ১০ স্থানে আগুন