নতুন দায়িত্ব নিয়ে শ্রীনগরের বাইরে সেই উইং কমান্ডার অভিনন্দন

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ভারতীয় বিমান বাহিনীর পাইলট সেই অভিনন্দন বর্তমানকে এবার শ্রীনগরের বাইরে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ান খবরে জানা গেছে, তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও তাকে পশ্চিম সেক্টরে পাকিস্তান সীমান্তের একটি বিমান ঘাঁটিতে পদায়ন করা হয়েছে।

দেশটির সরকারি সূত্র জানিয়েছে, উইং কমান্ডার অভিনন্দনকে নতুন জায়গায় পদায়নের আদেশ জারি করা হয়েছে। শ্রীনগরের বিমান ঘাঁটি থেকে তিনি দ্রুতই সেখানে যাবেন।

নতুন যে বিমান ঘাঁটিতে তাকে পদায়ন করা হয়েছে, সেটি একটি যুদ্ধঘাঁটি। অভিনন্দনের নিরাপত্তার স্বার্থে সেটির নাম গোপন রাখা হয়েছে।

যদি যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে তাকে ছাড়পত্র দেয়া হয়, তবে নিয়মিতভাবেই তিনি উড্ডয়নের কাজ করে যাবেন।

পাকিস্তানে আটক হওয়ার পর ইমরান খানের শান্তির নির্দশন হিসেবে নিজে দেশে ফেরত যাওয়ার সুযোগ পান তিনি। ভারতে পরবর্তী দুই সপ্তাহ তাকে জিজ্ঞাসাবাদের ওপর রাখা হয়। এপর মধ্য মার্চের দিকে তাকে ছুটিতে যাওয়ার সুযোগ দেয়া হয়।

আকাশযুদ্ধের সময় পাকিস্তানি বিমান বাহিনীর গুলিতে অভিনন্দনের মিগ-২১ বিসন যুদ্ধবিমান ভূপাতিত হলে তিনি আটক হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র শবে বরাত আজ
পরবর্তী নিবন্ধনুসরাত হত্যা: আ.লীগ সভাপতি রুহুল আমিন রিমান্ডে