নতুন এমডি পেল রাকাব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিশেষায়িত এই দুই সরকারি আর্থিক প্রতিষ্ঠানে নতুন এমডি নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা প্রজ্ঞাপনে রাকাবের নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল হক। চলতি বছরের মার্চে জাহিদুল হককে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এবার তাঁকে রাকাবের দায়িত্ব দেওয়া হলো। এর আগে তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রজ্ঞাপনে মো. আব্দুল মান্নানকে বদলি করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি পদে দায়িত্বরত ছিলেন। গত মাসে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়ায় পদটি শূন্য হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৩১৩
পরবর্তী নিবন্ধপ্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন এমডি হলেন মজিবর রহমান