নতুন অর্থমন্ত্রীকে বিএসইসি চেয়ারম্যানের অভিনন্দন

নিউজ ডেস্ক : বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এ সময় নবনিযুক্ত অর্থমন্ত্রীকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও কমিশন অধ্যাপক রুমানা ইসলাম।

সৌজন্য সাক্ষাতে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সফলতা কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্য প্রতিমন্ত্রীকে ডিএসই এমডির অভিনন্দন
পরবর্তী নিবন্ধসাড়ে ৭ হাজার নতুন চেয়ার বসছে শের-ই-বাংলায়