ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা তার অভিষেক অনুষ্ঠানে যে কেক ব্যবহার করেছিলেন, ওই একই ডিজাইনের কেক নিজের অভিষেকের জন্য ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওবামার কেকটির শেফ ডাফ গোল্ডম্যান জানান, ২০১৩ সালে ওবামার অভিষেক অনুষ্ঠানে যে কেকটি বানানো হয়েছিলো ওই কেকটির সঙ্গে ট্রাম্পের কেকের মিল রয়েছে।
তিনি নিজে টুইটারে দুটি কেকের ছবি পাশাপাশি রেখে পোষ্ট করেছেন।
ছবির নিচে গোল্ডম্যান লিখেছেন, বাঁ পাশের কেকটি তাঁর তৈরি। চার বছর আগে ওবামার অভিষেকের জন্য কেকটি তৈরি করেছিলেন তিনি। আর ডান পাশের কেকটি ট্রাম্পের অভিষেকের। এই কেক তিনি তৈরি করেননি।
ওয়াশিংটন ডিসির বাটারক্রিম বেকশপের ভাষ্য, ট্রাম্পের অভিষেকের কেকটি তারাই বানিয়েছে।
বাটারক্রিম বেকশপের মালিক টিফানি ম্যাকআইজ্যাক বলেন, ক্রেতা ওবামার অভিষেকের কেকের একটি ছবি নিয়ে আসেন। তিনি তাদের ছবির হুবহু কেক তৈরির ফরমাশ দেন।
২০ জানুয়ারি অভিষেকের আনুষ্ঠানিকতায় কেক কাটেন ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।