পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার ভোরে উপজেলার করমুডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে তাদের আটক করা হয়।
বাংলাদেশিরা হলেন- উপজেলার করমুডাঙ্গা গ্রামের শফিকুলের ছেলে মাহবুবুর আলম ও মৃত জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ১৫/২০ জনের একটি দল ভারতে গরু আনতে যায়।
বুধবার ভোররাতে গরু নিয়ে ফেরার সময় করমুডাঙ্গা সীমান্তে ভারতের অভ্যন্তরে ২৪০ নং পিলারের কাছে গরু ব্যবসায়ীরা আসার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ওই দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
বিজিবি-১৪ লে. কর্নেল মো. খিজির খান বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হবে।