পপুলার২৪নিউজ ডেস্ক:নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে সীমান্তের ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত সুভাস রায় উপজেলার তুড়িপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নীতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের অভ্যন্তরে ৮-১০ জন রাখাল গরু নিতে যায়। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালান আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এ ছাড়া তার সহযোগীরা কে কোথায় আছেন তা জানার চেষ্টা চলছে।
১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিসুর রহমান বলেন, প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এ ছাড়া আরও কেউ আহত আছে কিনা? তা খোঁজ নেয়া হচ্ছে।
ঘটনার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।