পপুলার২৪নিউজ ডেস্ক:রবিবার পুণেতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত–ইংল্যান্ড। সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্ব।
কয়েকদিন আগেই ওয়ান ডে এবং টি–টোয়েন্টির নেতৃত্বভার টেস্ট অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এখনও যে ম্যাচ জিততে ধোনিই প্রধান ভরসা হতে চলেছেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন কোহলি।দলের উন্নতির জন্য দুজনেই একসঙ্গে কাজ করবেন। ধোনি আর কোহলি দুজনেই এমন ঘোষণা দিয়েছেন। ম্যাচের আগের দিন কোহলি বললেন, অধিনায়কত্বের বোঝা সরে যাওয়ায় খোলা মনে খেলতে পারবেন সাবেক অধিনায়ক।
শনিবার কোহলি বলেন, ”অধিনায়কত্বের বোঝা কাঁধ থেকে সরে যাওয়ায় ধোনি আরও স্বাধীনভাবে ব্যাট করতে পারবে। মাঠের ভিতরে ও সবচেয়ে বুদ্ধিমান। যেকোনো বিষয়ে বিশেষ করে ডিআরএস নিয়মের ক্ষেত্রে মাহির অভিজ্ঞতা কাজে আসবে। ”
তিন ফরম্যাটেই এখন ভারতীয় দলের অধিনায়ক। এই বিষয়ে অবশ্য নিজের খুশি চেপে রাখতে পারেননি কোহলি। বলেন,”তিন ফরম্যাটে দেশের অধিনায়ক হতে পারাটা খুবই গর্বের। আমার কাছে এটা সেরা উপহার। এই দায়িত্ব আমি উপভোগ করব। ”
রবিবার প্রথম ১১ নিয়ে ধোঁয়াশা রেখে তিনি বললেন, “দলে কোনো ইনজুরির ঘটনা নেই। পরিস্থিতি অনুযায়ী দল নামাব। ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে জিততে গেলে আমাদের উইকেট নেওয়ার দিকে নজর দিতে হবে। ”
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে দল নিয়ে একাধিক পরীক্ষা–নিরীক্ষা করতে নারাজ তিনি। বলেন, ”সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় টুর্নামেন্ট। এই মুহূর্তে তাই কোনওরকম পরীক্ষা–নিরীক্ষার পথে হাঁটবো না আমরা। ”