ধোনির ফর্মের পেছনে অবদান কোহলির: গাঙ্গুলী

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে খুব একটা পছন্দ করেন না সাবেক অধিনায়কদের একজন সৌরভ গাঙ্গুলী। বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্যে সেটা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে একসময় বিপদে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে হার্দিক পাণ্ডিয়াকে সাথে নিয়ে দলকে টেনে তুলেছিলেন ধোনি। শেষ পর্যন্ত ভারতের স্কোর ছিল ২৮১ রান। ওই ম্যাচে জয়ও পেয়েছে কোহলিরা। আর আলোচনায় চলে এসেছে ধোনির সাম্প্রতিক ফর্ম।

এই ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলে সমলোচকদের চুপ করিয়ে দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’।  ধোনির এই ফর্মের পেছনে অধিনায়ক বিরাট কোহলির অবদান দেখছেন সৌরভ গাঙ্গুলী। শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভালো ছন্দে রয়েছেন ধোনি। অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেই ছন্দ ধরে রেখেছেন তিনি।

ধোনির সাম্প্রতিক ফর্ম নিয়ে গাঙ্গুলী বলেন, ‘ধোনি এই মুহূর্তে ভারতের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। দেশের হয়ে ৩০০ বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। তাই ওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে ওর সাম্প্রতিক ফর্মের পিছনে আমার মনে হয় কোহলির আবদান আছে।  কোহলিকে এর জন্য আমি ধন্যবাদ দেবো। কোহলির আস্থা আছে বলেই ও নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছে। ‘

ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়ারও ভূয়সী প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার সাবেক ক্যাপ্টেন।  এই তরুণ অল-রাউন্ডারের সঙ্গে প্রোটিয়া কিংবদন্তি জ্যাক কালিসের মিল খুঁজে পেয়েছেন তিনি। পান্ডিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ও দিন দিন উন্নতি করছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার।  ওর আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। পান্ডিয়ার উচিত জ্যাক কালিসকে নিজের রোল মডেল করা। আমি এখনই জ্যাকসের সঙ্গে পান্ডিয়ার তুলনা করছি না। তবে আমার মনে হয় ও পরের ১০ বছর ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেবে। ‘

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের ত্রাণ বিতরণের মূল দায়িত্বে থাকবে সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘খাস জমিন’