ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা, সাগরে ৭ নং বিপদ সংকেত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘মোরা’। এটি আরও ঘণীভূত এবং উত্তর দিকে অগ্রসর হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর পুনঃ ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ৯ নম্বর বিশেষ বুলেটিনে একথা বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ধর্ষণের অভিযোগ আনার পর তরুণীর মৃত্যুদণ্ড ঘোষণা!
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর ওপর ভরসা নেই ইউরোপের: ম্যার্কেল