ধামরাইয়ে ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকার ধামরাই উপজেলা ভ্রাম্যাণ আদালত অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এ অভিযান চালান উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তাসলিমা মুসতারি। পৌর শহরের ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাহাবুদ্দিন মার্কেটে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা প্রদানের জন্য মাইকিং করে শনিবার চিকিৎসা সেবার নামে রোগিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় মিজানুর রহমান। সে মানিকগঞ্জ জেলার বরঙ্গাইল গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে এ দণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধঅপছন্দের সেই প্রতিবেশীর বাড়ি কিনলেন মেসি
পরবর্তী নিবন্ধবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: বাণিজ্যমন্ত্রী