ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে টিভি নির্মাতারা

বিনোদন ডেস্ক:

দেশে পর পর কয়েকটি স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না ধর্ষণকাণ্ডের। বিশেষ করে মাগুরা জেলায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় পুরো দেশের মানুষ নির্বাক হয়ে গেছেন। সবাই এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সোচ্চার।

এবার ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলে রাজপথে নামলেন টিভি নির্মাতারা। তাদের সংগঠন ডিরেক্টস গিল্ড বাংলাদেশের ব্যানারে আজ দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।

নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণকারীদের ফাঁসির দাবি করেন পরিচালকরা।

প্রতিবাদ সমাবেশ থেকে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নেতারা বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, এসব ঘটনার কোনো সাজা হয়নি। ফলে ধর্ষণের ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে। এই কাজে যে ধরা পড়েছে, সে জেল থেকে বেরিয়ে আবারও একই কাজে লিপ্ত হয়েছে।’

তারা আরও বলেন, ‘দেখা গেছে যিনি ধর্ষণের শিকার হন, তিনি অসহায় থাকেন। গ্রামে একটা সালিশি করে ধর্ষকের কাছ থেকে টাকা আদায় করা হয়। সেই টাকা থেকে সামান্য কিছু টাকা দেয় ধর্ষণের শিকার নারীকে। এসব ঘটনা আমরা মানি না। ধর্ষককে আইনের হাতে তুলে দিতে হবে। ধর্ষণের বিচার টাকা দিয়ে হতে পারে না।’

গিল্ডের সভাপতি নির্মাতা ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সাম্প্রতিক ঘটনায় মাত্র আট বছরের শিশু নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়, যা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা প্রমাণ করে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নারীরা নিরাপদ নয়। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবিও জানায় ডিরেক্টরস গিল্ড। ফরিদুল হাসান, চয়নিকা চৌধুরী, সাগর জাহান, সকাল আহমেদ, ফিরোজ খানসহ অনেকেই উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘তুমি যাকে ভালোবাসো’-তে জোভান-কেয়া
পরবর্তী নিবন্ধনিজের সেরাটা দিতে পারলে প্রতিপক্ষ দাঁড়াতে পারবে না : রিশাদ