আন্তর্জাতিক ডেস্ক
ধনীরা লন্ডন ছাড়ছেন। এই সংখ্যাটি খুব কম বা ডজন ডজন নয়, বরং হাজার হাজার। শুধু ২০২৪ সালেই ১১ হাজারের বেশি মিলিয়নিয়ার লন্ডন থেকে অন্য কোথাও চেলে গেছেন।
জানা গেছে, অধিকাংশই এশিয়া বা আমেরিকায় বসতি স্থাপন করেছেন। গত কয়েক বছর ধরেই এমন চিত্র পাওয়া যাচ্ছে। তবে উদ্বেগজনক বিষয় হলো প্রস্থানের ফ্রিকোয়েন্সি ও স্কেল দ্রুত বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন পরামর্শদাতা সংস্থার দ্বারা প্রতি বছর সংগৃহীত তথ্য থেকে জানা যায়, এই প্রস্থানের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তাহলো ক্রমবর্ধমান কর, ২০০৮ সালের আর্থিক সংকট থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারে ব্যর্থতা ও ব্রেক্সিট।
লন্ডন একসময় বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মিলিয়নিয়ারের আবাসস্থল ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে শহরটি ছাড়তে শুরু করে তারা। গত এক দশকে লন্ডন তার ১২ শতাংশ ধনী বাসিন্দাকে হারিয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ১১ হাজার ৩০০ জন মিলিয়নিয়ার লন্ডন ছেড়েছেন।
তবে পরিস্থিতি এখনো ভয়াবহ নয়। কারণ শহরটিতে এখনো ২ লাখ ১৫ হাজার ৭০০ মিলিয়নিয়ার রয়েছেন।
এদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লন্ডন শীর্ষ ৫ ধনীদের শহরের তালিকা থেকে বাদ পড়েছে। কারণ লস অ্যাঞ্জেলেস পাঁচ নম্বরে স্থান করে নিয়েছে।
অন্য যে কোনো ইউরোপীয় শহরের তুলনায় লন্ডন সবচেয়ে বেশি সংখ্যক মিলিয়নিয়ার হারিয়েছে। যুদ্ধের মধ্যেও এক্ষেত্রে মস্কোর অবস্থান দ্বিতীয়। কারণ শহরটি গত বছর ১০ হাজার মিলিয়নিয়ার হারিয়েছে।