পপুলার২৪নিউজ ডেস্ক:
কক্সবাজারে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রোটিয়া প্রমীলাদের বিপক্ষে এ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর।
নিরাপত্তার কথা তুলে তখন সফর স্থগিত করে দক্ষিণ আফ্রিকা। এদিকে বাংলাদেশ এই সিরিজকে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে দেখছে। সিরিজের বাকি ম্যাচগুলো ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল আগে থেকেই কক্সাবাজারে অনুশীলন ক্যাম্প করেছে। স্বাগতিকদের সিরিজ কঠিন হবে বলে মনে করছেন কোচ ডেভিড ক্যাপল।
সর্বশেষ থাইল্যান্ডে টি ২০ ফরম্যাটের এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ওয়ানডে ফরম্যাটে ভালো করতে চান রুমানা।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘টি ২০-র তুলনায় ওয়ানডেতে আমরা দল হিসেবে ভালো। এখানে সময় নিয়ে খেলা যায়। বিশ্বকাপ বাছাইপর্বের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ আমাদের প্রস্তুতির জন্য কাজে দেবে।’
এদিকে সফরকারী দলের অধিনায়ক ডেন ভ্যান নেইকার্ক সিরিজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছেন না।