দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে স্কোয়াডের বাকি সদস্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঢাকা ছেড়েছেন।
শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে ফ্লাই এমিরেটসের ফ্লাইটে দেশ ছাড়েন মাশরাফি-সাকিবরা।
টেস্ট সিরিজ শেষে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়া অন্য সদস্যরা দেশে ফিরে আসবেন। মাশরাফিরা বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবেন।
মাশরাফি-সাকিবের সঙ্গে আছেন অলরাউন্ডার নাসির হোসেন ও নবাগত পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
রোববার দলের সঙ্গে যোগ দেবেন এই চারজন। অন্যদিকে দ্বিতীয় টেস্ট শেষে দেশের বিমান ধরবেন শফিউল ইসলাম, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম।
আগামী ১৫ অক্টোবর প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে দুটি হবে ১৮ ও ২২ অক্টোবর। অবশ্য তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।
২৬ ও ২৯ অক্টোবর দুটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৩ অক্টোবর দেশে ফিরে আসবেন মাশরাফি।