‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে‘

‍নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য বেড়েছে তাই বাংলাদেশেও বেড়েছে, তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৯ মার্চ) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজীবন দ্রব্যমূল্য বাড়তেই থাকবে সরকারের কিছু করার থাকবে না। তবুও সরকার দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকারের সুনাম নষ্ট করছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক নুরুল আলম প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধদল ভালো খেললে নির্বাচক প্যানেল আত্মবিশ্বাস পায়: মিনহাজুল আবেদীন নান্নু
পরবর্তী নিবন্ধকরোনাকালের ক্ষতি এক শিক্ষাবর্ষে পুষিয়ে নেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী