নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে তথ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ আহ্বান জানান।
দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রব্যমূল্যের বিষয়ে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। সিন্ডিকেট ভাঙার চেষ্টা হচ্ছে, সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করারও চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের কাছে এ বিষয়ে সহায়তা চাইব।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে, কারা মূল্য কারসাজি করছে, মনোপলির পর্যায়ে নিয়ে যাচ্ছে—এ বিষয়ে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করুন, সরকার অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেবে।
পরিবহন খাতের চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যেকোন পর্যায়ে চাঁদাবাজি অপরাধ। পরিবহন ভাড়া কমানোর বিষয়ে সরকারের সংশ্লিষ্টরা, কর্তৃপক্ষ ভেবে দেখবে।
৯৯ শতাংশ তৈরি পোশাক কারখানা চালু রয়েছে জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, দুই-একটা কারখানা নানাবিধ কারণে বন্ধ রয়েছে। কিন্তু শ্রমিক অসন্তোষ এখন অনেকটাই প্রশমিত।
পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের নির্দেশ দেওয়া আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।