পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
খুলনা বিভাগের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে।
ইঞ্জিনচালিত বাস, মিনি বাস, ট্রাক চলাচলসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
বিকল্প যানবাহন হিসেবে ট্রেন ও বিমানে যাতায়াত করছে সাধারণ মানুষ। তবে সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অপরদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি পণ্য খালাসে ধস নেমেছে। চরম ভোগান্তিতে পড়েছে পাসপোর্ট যাত্রীরাও।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
এর প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি।