পপুলার২৪নিউজ ডেস্ক
প্রথম টেস্টে বাংলাদেশকে আটকাতে নিউজিল্যান্ডের ‘বাউন্সার থিওরি’ বেশ কাজে দিয়েছে। ম্যাচ তো হেরেছেই, সেইসঙ্গে বয়ে বেড়াতে হচ্ছে মারাত্মক ইনজুরির ধকল। এই মুহূর্তে দলের সবচেয়ে বড় চিন্তা অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে। প্রথম টেস্টে তিনি মাথায় ও হাতের আঙুলে আঘাত পেয়েছিলেন। মাথার আঘাত ততটা গুরুত্বপূর্ণ না হলেও আঙুলের ইনজুরি ভাবাচ্ছে। ফিজিওর মতে, মুশির ইনজুরি থেকে সেরে উঠতে সময় লাগবে।
ফিজিও ডিন কনওয়ে বলেছেন, “ওর আঙুলের ইনজুরি মারাত্মক। নতুনভাবে তার আঙুলে চিড় ধরা পড়েছে। তার সুস্থ হয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে। ”
নিউজিল্যান্ডে এ ধরণের ইনজুরিতে সাধারণত দুই থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দেন ডাক্তাররা। মুশফিকের ক্ষেত্রে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিন কনওয়ের ভাষ্য অনুযায়ী, “এখানকার ডাক্তাররা মুশফিককে কমপক্ষে তিন সপ্তাহ না খেলার পরামর্শ দিয়েছে। ওর ইনজুরির যা অবস্থা তাতে মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। ”
আগামী ২০ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট। যদি শেষ পর্যন্ত মুশফিক এই টেস্টে খেলতে না পারেন তবে কিপার হিসেবে নুরুল হাসানের অভিষেক হতে পারে।