দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে পরিবর্তন নেই

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছে টিম টাইগার। অজিদের সামনে এখন হোয়াইটওয়াশের শঙ্কা। ঈদের পর চট্টগ্রাম টেস্ট উপলক্ষে আজ ম্যাচ শেষেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৪ সদস্যের এই দলে কোনো পরিবর্তন নেই। ঢাকা টেস্টের উইনিং কম্বিনেশন ধরে রাখা হয়েছে।

১৪ সদস্যের দল থাকা তিন ক্রিকেটার মুমিনুল হক, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ ঢাকা টেস্টের প্রথম একাদশে সুযোগ পাননি।  তবুও চট্টগ্রাম টেস্টের জন্য রেখে দেয়া হয়েছে এই তিনজনকে। আগামী টেস্টে একাদশেও পরিবর্তন আসার সম্ভাবনা কম।  ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধলারার উপর রেগে গেলেন মহেশ!
পরবর্তী নিবন্ধটাইগারদের জন্য ৬ কোটি টাকা বোনাস ঘোষণা