দ্বিতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত খালেদের

স্পোর্টস ডেস্ক

সিলেট টেস্টের দ্বিতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন খালিদ আহমেদ। ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান ডানহাতি পেসার।

খালিদকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি মাদুশকা। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুপে নেন মিরাজ।

ফলে দলীয় ৩ রানের প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৪ রান। দিমুথ করুনারত্মে ১ রানে আর কুশল মেন্ডিস ০ রানে অপরাজিত আছেন।

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে।

শ্রীলঙ্কা একাদশ

নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের জালে ফিলিস্তিনের ৫ গোল
পরবর্তী নিবন্ধযে কোনো সময় ভেঙে পড়তে পারে ডেমরায় আগুন লাগা ভবন : ফায়ার সার্ভিস