জেলা প্রতিনিধি:
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন চালকরা।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় আট কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
এদিকে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ছোট গাড়ি ও যাত্রীবাহী যানবাহন পারাপার চলমান রয়েছে। তবে কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। যা দ্রুত কমে আসবে। এ রুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে।
দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহনের সঙ্গে শিমুলিয়ার অতিরিক্ত যানবাহনের চাপে এ দীর্ঘ সারি তৈরি হচ্ছে বলেও জানান তিনি।