দৌলতদিয়ায় পন্টুনের তার ছিঁড়ে নদীতে মাইক্রোবাস

জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের দড়ি ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাটে ফেরি ভেড়ার সময় মাইক্রোবাসটি পন্টুন দিয়ে এগিয়ে যাচ্ছিল। এসময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে পন্টুনের দড়ি ছিঁড়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। মাইক্রোবাসে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবির জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, মাইক্রোবাসে কতজন আরোহী ছিলেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। বর্তমানে ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবুধবার থেকে ঈদের ছুটি শুরু
পরবর্তী নিবন্ধরাশিয়ায় স্কুলে বন্দুক হামলায় ১১ জন নিহত