দোয়ারায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়

নুর উদ্দিন, সুনামগঞ্জ :

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছেন ব্যাপক ভাবে। প্রার্থীদের মধ্যে প্রচারণা দেখা যাচ্ছে বেশির ভাগ নতুন মুখ। তবে ফেসবুকে সম্ভাব্য অনেক প্রার্থীর সরব উপস্থিতি থাকলেও ভোটের মাঠে তাদের দেখা মিলছে না। প্রচারণায় কয়েকজন হেভিওয়েট প্রার্থী ভোটের মাঠে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। তবে বিএনপি’র কোনো নেতাকে এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। প্রচারণায় থাকা একাধিক সম্ভাব্য প্রার্থীরা জানিয়েছেন দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা আ.লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, যুবলীগ নেতা অ্যাড. ছাইদুর রহমান তালুকদার, কাজী আনু মিয়াসহ আরো অনেকে নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। জাতীয় পার্টি থেকে মাঠে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেণু মিয়া। তবে জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমদ ইমন, তপন কুমার সরকার, আব্দুর রাজ্জাক, গুরুদাস দে, প্রভাষক ওসমান গণি, প্রভাষক জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ, উপজেলা জাপা’র সহ-সভাপতি সৈরত আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ, জাপা নেতা মোহাম্মদ আলী মিলন আলোচনায় রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস ও সাবেক ইউপি সদস্যা আফরোজা আক্তার মিমি।

পূর্ববর্তী নিবন্ধছাতকে কাজী রেজিয়া নূর দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরের নলজুর নদীর তলদেশ খেলার মাঠ