
সোমবার (৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পঞ্চাইতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদারসহ থানা পুলিশের একটি দল।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মৃত ইসমত আলীর পুত্র বীরমুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন রবিবার (৬ মার্চ) বিকেলে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।