নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
দোয়ারাবাজারে একটি সেতুর অভাবে ১০ গ্রামের মানুষ ভোগান্তিতে রয়েছেন। এলাকার মরা সুরমা নদী পারাপারে বাঁশের সাঁকোই তাদের ভরসা।
উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজার-বাজিতপুর গ্রামের নিকটে প্রতি বছর স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করেন। মঙ্গলপুর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা সুরমা নদী পার হয়ে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর, মাছিমপুর, মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর, ইদনপুর, আজমপুর, পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুরসহ দুই পারের অন্তত ১০ গ্রামের মানুষকে প্রতিদিন আসা-যাওয়া করতে হয়। এছাড়া স্থানীয় মঙ্গলপুর দাখিল মাদরাসা, হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়, সোনাপুর ক্বওমী মাদরাসার শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করে।
স্থানীয়রা জানান, বর্ষায় নদীর প্রবল স্রোতে সাঁকোটির বিভিন্ন অংশ ভেঙে যায়। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে সাঁকো। দীর্ঘ কয়েক যুগ ধরে দুই পারের মানুষের দাবি ছিল মরা সুরমা নদীর মঙ্গলপুর বাজার-বাজিতপুর গ্রামের নিকটে সেতু নির্মাণের। কিন্তু জনসাধারণের দাবি আজো পূরণ হয়নি। একটি সেতুর অভাবে এলাকার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ সাঁকোয় নদী পার হতে গিয়ে বছর খানেক আগে এক কৃষক পানিতে ডুবে মারা যান।
বাজিতপুর গ্রামের বাসিন্দা নাইওর মিয়া বলেন, বাঁশের সাঁকো দিয়েই তিন ইউনিয়নের জনসাধারণসহ কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মরা সুরমা নদী পার হন। ব্যবসায়ী মাসুক মিয়া জানান, পানির স্রোতে সাঁকোর বাঁশ ভেসে যাওয়ায় এখন মারাত্মক ঝুঁকির মধ্যে পারাপার হতে হচ্ছে।
পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, মঙ্গলপুর বাজারের নিকটে মরা সুরমা নদীর উপর সেতু অত্যন্ত প্রয়োজন।