দেড় মাস আগেই উইকেটের ধারণা পেয়েছিল আফগানিস্তান

পপুলার২৪নিউজ ডেস্ক :

চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হবে সেই সম্পর্কে দেড় মাস আগেই ধারণা পেয়েছিল আফগানিস্তান। তাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার জাজাই সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

মাস দুয়েক আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলতে আসে আফগান যুব দল। সেই দলে ছিলেন আফসারসহ টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা বেশ কজন ব্যাটসম্যান। তখনই উইকেট সম্পর্কে ধারণা নিয়ে দেশে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান।

এমনটি জানিয়ে সংবাদ সম্মেলনে জাজাই বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম,চট্টগ্রাম টেস্টের উইকেট ফ্ল্যাট হবে। এখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলে গিয়েছি দেড় মাস হলো। তখন উইকেট ফ্ল্যাটই ছিল। আমরা চিন্তা করছিলাম,বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টের উইকেট এমনই হবে।

তিনি বলেন, আগেরবার সফরে উইকেটে অনেক কম ঘাস দেখেছিলাম, যেটা আমাদের অনেককে অবাক করেছিল। তখনই আমরা মনে করেছিলাম, এ উইকেটে অবশ্যই বাংলাদেশকে হারানো সম্ভব। কারণ, জানতাম দুদিন পর এ উইকেটে স্পিন প্রচুর টার্ন করবে।

পূর্ববর্তী নিবন্ধস্মিথ নৈপূণ্যে অ্যাশেজ দখলে রাখল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধএক ঘণ্টা হলেও খেলতে চান রশিদ খান