দেশে টিকা গ্রহীতার সংখ্যা ৮ কোটি ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুরোধে রাজধানীসহ সারাদেশে আরও প্রায় সাড়ে ২৭ লাখ মানুষ টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে।

৯ নভেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, টিকা নেওয়া সর্বশেষ ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ জনের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৪ লাখ ৬ হাজার ৫৭৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ৪১ হাজার ১৪৫ জন।

প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১০ লাখ ৮৯ হাজার ৩৩৯ জন ও নারী ১৩ লাখ ১৭ হাজার ২৩৮ জন। দ্বিতীয় ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৬ হাজার ৭১৫ জন এবং ১ লাখ ৭৪ হাজার ৪৩০ জন নারী রয়েছেন।

চলতি বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

সেদিন থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।

পূর্ববর্তী নিবন্ধতিনদিনের মধ্যে ঢাকায় সিটিং সার্ভিস বন্ধ : এনায়েত উল্যাহ
পরবর্তী নিবন্ধছাতক পৌরসভার কাউন্সিলর  কাকলী জেল হাজতে