আজ বুধবার নাটোরের সিংড়া উপজেলায় ৪৮ জন ভূমিহীন পরিবারকে মোট ৭ একর ৩৭ শতাংশ খাস জমি বন্দোবস্তের দলিল হস্তাস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পলক বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ১০টি উদ্যোগ বলয়ের মধ্যে রয়েছে বিপন্নে আশ্রয় ও গৃহহীনে গৃহ। এজন্যে সারাদেশে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, শুধু তাই নয়, এই প্রকল্পের বাইরেও নানাভাবে অসহায় মানুষদের আবাস ও আবাদের জন্যে জমির বন্দোবস্ত করে দেয়া হচ্ছে। এ সরকার সকল পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নের মধ্যে দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চায়।
সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মুশফিকুর রহমান।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ।