দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

হিমালয়ের হিম বাতাসের কারণে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে।

বুধবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া জেলায় কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে ক্রমান্বয়ে কমতে শুরু করছে তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা।

এদিকে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা আজ কমে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

দিনদিন তাপমাত্রা কমতে থাকায় পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকেই শুরু হয় কুয়াশা। রাতে কুয়াশায় ঢেকে যায় সব কিছু। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত চারদিকে ঘন কুয়াশা থাকে। এ সময় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন।

শীতের তীব্রতা যত বাড়ছে ছিন্নমূল ও দরিদ্র মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। পর্যাপ্ত গরম কাপড় ছাড়া পঞ্চগড়ে শীত কাটানো সম্ভব নয়। তাই গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, পাস ১৮ হাজার ১৪৭ জন
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ১২২