দেশের সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশের মানুষেরই করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করেছে সেগুলো ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার এদেশের মানুষকেই করতে হবে।

তিনি আরও বলেন, যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা। ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধকোটা সংস্কার: অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও ১১ মামলা
পরবর্তী নিবন্ধট্রেন চলাচল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: রেলের ডিজি