শুক্রবার জুমার নামাজের সময় আশকোনায় নির্মাণাধীন র্যাব সদর দফতরে বোমা হামলার ঘটনা ঘটে।
কারাগারে সতর্কতার বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজনসের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান বলেন, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে জঙ্গি সংশ্লিষ্টতা এবং জঙ্গি হামলায় জড়িতরা অবস্থান করছেন।
এ কারণে দেশের সব কারাগারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে ওই ঘটনার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আকতার জানিয়েছেন, প্রবেশপথে তল্লাশি বৃদ্ধির পাশাপাশি এপিবিএনের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
এর আগে জুমার নামাজের সময় আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদর দফতরে বোমা হামলা চালানো হয়। এতে বোমা বহনকারী যুবক নিহত এবং দুই র্যাব সদস্য আহত হন। আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।