পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চিতা বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। পরে এটি বন বিভাগে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর গ্রামের গম ক্ষেতে থেকে চিতা বাঘের শাবকটি উদ্ধার করা হয়।
রোববার দুপুরে দেওয়ানগঞ্জ বন বিভাগের কর্মীর কাছে প্রাণীটি হস্তান্তর করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ওসি পিএসএম মুস্তাছিনুর রহমান জানান, শনিবার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারেরচর গ্রামের গম ক্ষেতে স্থানীয় লোকজন চিতাবাঘ সাদৃশ্য একটি বন্যপ্রাণী দেখতে পায়। তারা জাল দিয়ে বন্যপ্রাণীটিকে আটক করে।
তিনি জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই গ্রাম থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) আমিরুল ইসলাম জানান, ধরার সময় প্রাণীটি আঘাতপ্রাপ্ত হয়েছে, দ্রুত চিকিৎসার প্রয়োজন।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তোফায়েল আহমেদ জানান, বন্যপ্রাণীটি চিতাবাঘের শাবক। দেখতে সাদা কালো ডোরাকাটা দাগ রয়েছে। লম্বায় আড়াই ফুট। শাবকটি বয়স তিন মাসের মতো হতে পারে।