দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়:ফরাসউদ্দিন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয় মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, দুর্নীতি ভালো কাজ নয়, তারপরও মানুষ এটি করছে। এজন্য আরও বেশি সচেতনতা বাড়ানো উচিত।
দুদক বড় বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি। দুর্নীতিবাজরা আগের চেয়ে বেশি সক্রিয়। তবে সমাজের বড় একটি অংশ দুর্নীতিবাজ হলে একা দুদকের পক্ষে সেটা দমন করাও সম্ভব নয়। আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।

ফরাস উদ্দিন আরো বলেন, গত ১১ বছরে বাংলাদেশ থেকে ৬৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৩ সালে ৫৬ বিলিয়ন ডলার ও ২০০৯ সালে ৯ বিলিয়ন ডলার। কাজেই দুদককে আরও বেশি শক্তিশালী হতে হবে।

সকালে সকল কর্মকর্তা-কমর্চারীকে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- দুদকের সচিব শামসুল আরেফিন, কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, ড. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধনীফামারীতে শসস্ত্র বাহিনী দিবস পালিত
পরবর্তী নিবন্ধপোলে জ্যাকলিনের যোগব্যায়াম