পপুলার২৪নিউজ ডেস্ক:
আরব আমিরাতের দুবাইয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশী প্রবাসী জহির রহমান। তিনি আন্দ্রেস ক্রসে নামে এক জার্মান নাগরিকের একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়েছেন।
মানিব্যাগটিতে নগদ অর্থ ও ক্রেডিট কার্ড ছিল। ৪২ বছর বয়সী জহিরের মাসিক আয় ৭০০ দিরহাম। বুধবার দুবাইয়ের একটি পার্কে এ ঘটনা ঘটে। খালিজ টাইমস।
জহির রহমান বলেন, ‘আমি বুধবার বিকালে কাজ করছিলাম। এ সময় আবুধাবি চেম্বার অব কমার্সের পাশে একটি বেঞ্চের ওপর কালো মানিব্যাগটি পড়ে থাকতে দেখি। আমি জানতাম, মালিক মানিব্যাগটি খুঁজতে আসবেন। আর এ জন্যই আমি ওই স্থানে অপেক্ষায় ছিলাম। এক ঘণ্টা পর ওই জার্মান নাগরিক সেখানে মানিব্যাগটি খুঁজতে আসেন। আমানত হিসেবে মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে আমার দায়িত্ব পালন করেছি মাত্র।’