দুপুরে সুপ্রিম কোর্টে খন্দকার মাহবুবের জানাজা , দাফন আজিমপুরে

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা তার কর্মস্থল সুপ্রিম কোর্টে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল সাড়ে ৬টায় বসুন্ধরায় তার নিজ বাস ভবনের কাছে প্রথম জানাজা হয়। এর পরে সকাল ৯টায় মিরপুরে খন্দকার মাহবুব হোসেনের প্রতিষ্ঠিত অন্ধদের কল্যাণে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালে মিরপুর (বিএনএসবি) জানাজা হয়।

এছাড়া বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে, এর পরে চৌধুরী পাড়া মাটির মসজিদ দুপুর ১২টায় সর্বশেষ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ বেলা আড়াইটায় শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেন তার জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার রাত পৌনে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা যান।

বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সী খন্দকার মাহবুব হোসেন। গত ২৮ ডিসেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খন্দকার মাহবুব হোসেন চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুই বার দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে মামলা লড়তেন খন্দকার মাহবুব হোসেন।

 

পূর্ববর্তী নিবন্ধআগারগাঁওয়ে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
পরবর্তী নিবন্ধক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে ‘ক্ষমা করবে না’ ইউক্রেন