পপুলার২৪নিউজ ডেস্ক:
ভূমিকম্পের পর সৃষ্ট বরফ ধসে বিধ্বস্ত ইতালির হোটেল রিগোপিয়ানোতে দু’দিন পর ছয়জনকে জীবিত পাওয়া গেছে।
উদ্ধারকারীরা তাদের বরফের নিচে জীবিত খুঁজে পেলেও এখনও উদ্ধার করতে পারেননি।
দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র লুসা কারি রয়টার্সকে জানান, আমরা তাদের জীবিত পেয়েছি, কথাও হয়েছে।
বরফের নিচে সন্ধান পাওয়া জীবিত ওই ছয়জনকে উদ্ধারে হেলিকপ্টারসহ আধুনিক সরঞ্জাম চেয়েছেন উদ্ধারর্মীরা।
কয়েক দফা ভূমিকম্পের কারণে ইতালির আব্রুজ্জো এলাকার ওই হোটেলটি বরফ ধসের নিচে চাপা পড়ে।
ইতিমধ্যে বরফ ধসে হোটেলটি বিধ্বস্ত হওয়ার ৪০ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।