আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেয়া সুপ্রিমকোর্টের চিঠি বিষয়ে শুনানি শেষ হয়েছে।
এ বিষয়ে যেকোনো দিন রায়ের কথা জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করা হয়।
এ দিন রুলের শুনানিতে অ্যামিকাস কিউরিদের বক্তব্য উপস্থাপন করা হয়।
এর আগের শুনানিতে (২৪ অক্টোবর) অ্যামিকাস কিউরি হিসেবে অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩১ অক্টোবর তারিখ ধার্য করেন।
এর আগে গত ৯ অক্টোবর সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের দুর্নীতির অনুসন্ধান বন্ধে সুপ্রিমকোর্ট প্রশাসনের দেয়া চিঠি কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ওই রুল জারি করেন।
১০ দিনের মধ্যে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুদক চেয়ারম্যান, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এবং বিচারপতি জয়নুল আবেদীনকে এই রুলের জবাব দিতে বলা হয়।
গত ২৮ মার্চ সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীর স্বাক্ষরিত চিঠি দুদককে দেয়া হয়। ৯ অক্টোবর সুপ্রিমকোর্টের আইনজীবী মো. বদিউজ্জামান তফাদার ওই চিঠিটি নজরে আনলে আদালত এ রুল জারি করেন।