দুই মেয়াদে সরকারি চাকরি পেয়েছেন ৭ লাখ ২৮ হাজার ৪৬ জন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের গত দুই মেয়াদ থেকে এ পর্যন্ত সাত লাখ ২৮ হাজার ৪৬ জনকে সরকারি চাকরি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সংসদের পঞ্চম অধিবেশনে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসে শূন্যপদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (দ্বিতীয় শেণি) শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হয়। ১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থান জনবল নিয়োগ করে থাকে। শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংক এর চাঁপাইনবাবগঞ্জ শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাদলের লাশ আসছে শুক্রবার, শায়িত হবেন মা-বাবার পাশে