দুই-একদিনের মধ্যেই হাসপাতাল ছাড়বে ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দুই-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আজ মেয়েটির গুরুত্বপূর্ণ কোনো ট্রমা নেই। সে আগের ট্রমা কাটিয়ে উঠেছে। তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। বোর্ড চিকিৎসকরা বললে তাকে দু-একদিনের মধ্যে ছেড়ে দেয়া হবে।
একই সময় ঢাকা মেডিকেলে ঢাবির ছাত্রীকে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম।

তিনি বলেন, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমরা মেয়েটির সঙ্গে কথা বলেছি। সে ধর্ষককে দেখেছে। চেহারা দেখলে চিনতে পারবে।

তিনি আরও বলেন, যেহেতু মেয়েটি আসামির বর্ণনা দিতে পারছে, তাই তার বর্ণনা অনুযায়ী ধর্ষকের স্কেচ প্রস্তুত করা উচিত। এরপর আলামত ও ডিএনএ টেস্ট করলে আসামিকে গ্রেফতার করা যাবে।

এদিকে এ ঘটনায় কুর্মিটোলায় সড়কের পাশের দুটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হবে।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিসি সুদীপ কুমার বলেন, ঘটনাস্থলের আশপাশের দুটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেগুলো তদন্ত করা হচ্ছে। এই মামলাটি তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর বিভাগ) কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান মামলার হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করলেও মামলার সর্বশেষ অবস্থা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পূর্ববর্তী নিবন্ধ২০১৯ জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে সাড়ে ৬ শতাংশ : ক্যাব
পরবর্তী নিবন্ধ১১ হাজার কোটি ব্যয়ে একনেকে ৭ প্রকল্প অনুমোদন