দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দিনাজপুর জেলা সদরের সাতমাইল নামক স্থানে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় কুমদ চন্দ্র রায় নামের একজন কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ সময় ১০ নারীসহ ২৫ জন আহত হন। তাদেরকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কুমদ নীলফামারী জেলার সৈয়দপুরের দারোয়ানী কলেজে কর্মরত ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রফিকুজ্জামান জানান, যাত্রীবাহী বাসটি গন্তব্যে যাওয়ার সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালি থানার এসআই রুহুল আমিন জানান, নিহত কুমদ চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার তালপুকুর গ্রামের খগেন্দ্র চন্দ্র রায়ের ছেলে। তিনি সৈয়দপুরের দারোয়ানী কলেজের শিক্ষক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের নিকৃষ্ট এয়ারলাইন্সের মধ্যে এয়ার ইন্ডিয়া অন্যতম
পরবর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত