দাবানল বিস্তারে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা

পপুলার২৪নিউজ ডেস্ক:
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দাবানল বিস্তারলাভ করেছে। দাবানলের ভয়াবহতা রুখতে প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বহু মানুষকে দাবানল উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

প্রদেশটিতে এবার গত ১৪ বছরে প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হলো। প্রাণহানি এড়াতে প্রায় সাত হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রদেশটির সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ঝড়ো বাতাস ও গরমের কারণে দাবানল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ান বান্ধবীকে বিয়ে করলেন জার্মান রাজপুত্র
পরবর্তী নিবন্ধইসরায়েলের শক্তিশালী ড্রোন যাচ্ছে ভারতে