দাউদকান্দিতে চালককে মারধরের জেরে অটোরিকশা চলাচল বন্ধ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

একজন চালককে মারধর করার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর-জুরানপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। গতকাল রবিবার দুপুর ৩টা থেকে ওই সড়কে অটোরিকশা চলছে না। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ১০ জন চালকের ভাষ্য, উপজেলার বাগুলপুর গ্রামের মহিউদ্দিন বশর বিনা কারণে সুন্দলপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আলীকে গত শনিবার বিকেলে শহীদনগরে মারধর করেন। এ ঘটনার বিচারের দাবিতে সুন্দলপুর এলাকার অটোরিকশার চালকরা গতকাল বেলা ৩টা থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।

মারধরের বিষয়ে জানার জন্য মহিউদ্দিন বশরের মুঠোফোনে বারবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির শহীদনগর কার্যালয়ের সভাপতি বদরুল আলম পান্না ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব ভূঁইয়া বলেন, সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড