দাউদকান্দিতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত

কুমিল্লা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কুমিল্লার দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় মো. জলিল নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত জলিল মারুকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার মারুকা ইউনিয়নের দীঘলগাও টু চৈশই উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৪০ দিনের কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে একই ইউনিয়নের চক্রতলা গ্রামের রিপন মোল্লা ও তার সহযোগীরা প্রজেক্ট কমিটির সভাপতি জলিল মেম্বারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত সোমবার সন্ধ্যায় মুঠোফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জলিল মেম্বার জানান। মঙ্গলবার উপজেলা পরিষদের প্রজেক্টের ফাইল সংক্রান্ত কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি চক্রতলা পৌঁছালে রিপন মোল্লা ও তার সহযোগী ইকবাল, জাহাঙ্গীর নাসিরসহ ৫-৬ জনের একটি দল জলিল মেম্বারের ওপর অতর্কিতে হামলা করে। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া তারা জোর করে কয়েকটি স্ট‍্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়। আহত অবস্থায় জলিলকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুরে) নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে রাতেই তাকে কুমিল্লায় পাঠানো হয়।

মারুকা ইউনিয়নের চেয়ারম্যান খলিল তালুকদার বলেন, “আমার পরিষদের সদস্য জলিল মেম্বারসহ মঙ্গলবার উপজেলা পরিষদে প্রজেক্ট সংক্রান্ত কাজ শেষ করে আমি ঢাকায় চলে আসি। সন্ধ্যায় ফোনে জানতে পারি রিপন মোল্লা এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে জলিল মেম্বারকে পিটিয়ে আহত করেছে। খবর পেয়ে রাতেই কুমিল্লা মেডিক্যালে যাই। তবে রিপন গংদের অত্যাচারে আমার এলাকার সাধারণ জনগণ অতিষ্ঠ। ”

আহত ইউপি সদস্য মো. জলিল মেম্বার জানান, ৪০ দিনের কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণ কাজ চলাকালে তারা কয়েকবার আমার কাছে টাকা দাবি করেছে। দাবিকৃত টাকা না দেওয়ায় আগের দিন ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় আমার ওপর হামলা করে এবং আমার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়া জোর করে কয়েকটি স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয় তারা। দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। “

পূর্ববর্তী নিবন্ধরাঁধুনি স্বামী চান স্কারলেট?
পরবর্তী নিবন্ধএবার মাছরাঙায় সুলতান সুলেমানের পূর্বপুরুষদের গল্প