পপুলার২৪নিউজ ডেস্ক:
দাঁতের নানা বিষয় নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। এ বিষয় নিয়ে নানা ধরনের ভুল ধারণাও আমাদের মাঝে রয়েছে। এ লেখায় তুলে ধরা হলো তেমন ৫ ভুল ধারণা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
১. দাঁত ক্ষয়ের প্রধান কারণ চিনি
দাঁত নিয়ে অনেক ভুল ধারণার মধ্যে এটি অন্যতম। চিনি দাঁতের জন্য ক্ষতিকর- একথা সত্য। তবে এজন্য দায়ী এসিড। এটি দাঁতে থাকা ব্যাকটেরিয়া তৈরি করে। আর এগুলো মুখের ভেতর অসুস্থ পরিবেশে বেশি বেশি বেড়ে ওঠে।
২. দাঁত সাদা করলে এনামেলের ক্ষতি
দাঁত কৃত্রিমভাবে সাদা করার পদ্ধতি প্রচলিত রয়েছে। আর এ পদ্ধতিতে দাঁতের এনামেলের ক্ষতি হয় বলেই মনে করেন অনেকে। যদিও বিষয়টি সত্য নয়। এক্ষেত্রে অবশ্যই ভালো ডেন্টিস্টের সহায়তা নিতে হবে।
৩. সিলভার ফিলিংস পরিবর্তনের প্রয়োজন নেই
দাঁতের ফিলিংয়ে অনেকেই সিলভার ব্যবহার করেন। এটি একবার ব্যবহার করা হলে তা আর পরিবর্তন করতে হবে না বলে মনে করেন অনেকেই। এক্ষেত্রে জেনে রাখা উচিত সিলভার রঙের ফিলিংসেও ৫২ শতাংশ মার্কারি থাকে। তাই এগুলো নির্দিষ্ট সময় পর পরিবর্তন করা উচিত।
৪. অ্যালকোহল মাউথওয়াশ ভালো
এটি আরেকটি ভুল ধারণা যে, অ্যালকোহল মাউথওয়াশ ভালো। যদিও ১৯৭০ সাল থেকে গবেষণায় দেখা গেছে অ্যালকোহলজনিত মাউথওয়াশ মুখের ক্যান্সারের জন্য দায়ী। তাই এটি বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ।
৫. আক্কেলদাঁতের কোনো কাজ নেই
১৭ থেকে ২৫ বছর বয়সে অনেকেরই মাড়ির একেবারে শেষের দিকে আক্কেল দাঁত গজায়। আর এ আক্কেল দাঁত একেবারে প্রয়োজন নেই বলেই মনে করেন অনেকে। আর এ কারণে অনেকেই তা তুলে ফেলেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটি যদি কোনো সমস্যা তৈরি না করে তাহলে রেখে দেওয়াই ভালো। অতীতে মানুষ যখন বিভিন্ন শক্ত খাবার খেতে অভ্যস্ত ছিল তখন এর প্রয়োজন ছিল। এখন ক্রমে নরম খাবার খাওয়ায় অভ্যাস করায় এর প্রয়োজনীয়তা কমে গেছে। তবে তার মানে এটা নয় যে, একেবারে প্রয়োজনহীন এ দাঁত।