দাঁতমারায় ২৭ লক্ষ টাকা ব্যায়ে ডাবল সলিন রাস্তার কাজের উদ্বোধন


আলমগীর নিশান ;

ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের চূড়াধনপাড়া সড়কে ২৭ লক্ষ টাকা ব্যায়ে ডাবল সলিন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
২২ শে জুন সোমবার সকালে উক্ত কাজের উদ্বোধন করেন দাঁতমারা থেকে নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ জানে আলম।

এ সময় চেয়ারম্যান জানে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজকে তরান্বিত করতে গ্রামাঞ্চলে রাস্তাঘাট এবং বিদ্যুৎ সংযোগের বিকল্প নাই। সুতরাং যতই বাধা-বিপত্তি আসুক না কেনো জনগণের উন্নয়নের স্বার্থে আমি কাজ করে যাবো।

এসময় সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কমল, ইছহাক সিকদার, ব্যাংকার তৌহিদুল আলম, প্রফেসর হারুনুর রশিদ, এডভোকেট এমরান নাইম, মাষ্টার চন্দন কর্মকার, যুবলীগনেতা রাসেল,ইসমাইল, মুক্তিযোদ্ধা নুরুল হক, আর্মি মাহমুদুল হক, আবদুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃনাছির, ছাত্রলীগ নেতা শাহিন আলম, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, মিনহাজুল আবেদীন আরমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৬৫ এমপিরই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ
পরবর্তী নিবন্ধআরও ৫ জেলার ১১ রেড জোনে সাধারণ ছুটি