দাঁতমারায় বহুল প্রত্যাশিত হেয়াকো-পূর্বপাড়া সড়কে ব্রীজের কাজের উদ্বোধন 

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম ;
উত্তর ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বহুল প্রত্যাশিত হেয়াকো-পূর্বপাড়া সড়কে ব্রীজের কাজের উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার সকালে ২৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই ব্রিজের কাজের উদ্বোধন করেন দাঁতমারা ইউপির সফল চেয়ারম্যান মোঃ জানে আলম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হেয়াকো বনানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল খালেক সওদাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সহ সভাপতি আবদুর রশীদ সরকার, ইউপি সদস্য জহিরুল আলম, মোঃ নবী, ইউছুপ আলী, সমাজসেবক হাজ্বী শফিউল আলম,
সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কমল, হেয়াকো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, যুবলীগ নেতা মোঃ হোসেন আবদুল জলিল, মহিউদ্দীন, আবদুল মান্নান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, রনজিত, মাওলানা ইউসুফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত এলাকাবাসীরা দীর্ঘদিনের অবহেলিত এই প্রত্যন্ত অঞ্চলে ২৪ লক্ষ টাকা ব্যায়ে একটি ব্রীজ বরাদ্ধ দেয়া এবং ব্রীজের কাজ শুরু হওয়ায় ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দ্রুত ব্রীজটির নির্মান কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
পূর্ববর্তী নিবন্ধবুধবার থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘটের ডাক
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ধারাবাহিক ব্যবসা উন্নয়ন সভা