স্পোর্টস ডেস্ক : সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন আহমেদ পারিশ্রমিকের পুরো টাকা চেয়ে ফ্রাঞ্চাইজিকে চাপ দেন। চুক্তি অনুযায়ী পারিশ্রমিকের ৭০ ভাগ টাকা বিপিএল।
চলাকালীন পেয়েছেন তাসকিন। বাকি টাকা বিপিএল শেষে দেওয়া হবে। কিন্তু পুরো টাকা না পেলে বিপিএল খেলবেন না এমন হুমকি দিয়েছিলেন জাতীয় দলের পেসার।
পরবর্তীতে বিপিএল গভর্নিং কাউন্সিলের হস্তক্ষেপে উদ্বুদ্ধ পরিস্থিতির সমাধান হয়। তাসকিন পুরো ঘটনাকেই বলেছেন, ‘ভুল বোঝাবুঝি।’ ফ্রাঞ্চাইজি শুরুতে স্বীকার না করলেও তারাও বলছেন,‘ভুল বোঝাবুঝি হয়েছিল।’
মঙ্গলবার মিরপুরে অনুশীলনের পর তাসকিন গণমাধ্যমের মুখোমুখি হয়। ফ্রাঞ্চাইজির সঙ্গে পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্বের বিষয়ে তাসকিন বলেছেন, ‘আসলে আমার সাথে তেমন কিছুই হয়নি। আমার সাথে জয় ভাইয়ের (সিলেট সানরাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক) কোনো দ্বন্দ্ব বা এরকম কিছু হয়নি। এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিলো। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিকটা খেলা শেষ হওয়ার আগেই পুরোটা দিয়ে দেওয়া হবে। আসলে একটা প্রসিডিউর আছে, সে প্রসিডিউর অনুযায়ী ক্লিয়ার হবে।’
ফ্রাঞ্চাইজির সঙ্গে তার সম্পর্ক ভালো কাছে বলেই দাবি করলেন তাসকিন,‘সত্যি কথা হলো বায়ো-বাবলে তো অনেক সময় মালিকরা টিম হোটেলে থাকেন না। আর জয় ভাই খুবই অমায়িক মানুষ। তার সাথে আমাদের সবারই বোঝাপড়া অনেক ভালো। কেবল একটা মিস কমিউনিকেশন। আমি কয়েক বার ফোন করেছিলাম, ভাইয়া কোনোভাবে মিস করেছে। তখন আসলে দেরি হয়ে গিয়েছিলো। আমার আসলে জানার কৌতুহল ছিলো।‘
সিলেট ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে ঘটনাটি স্বীকার করেনি। পরবর্তীতে মিস কমিউনিকেশন বলে দাবি করেন। দলটির ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, ‘একটা মিস কমিউনিকেশন হয়েছিল তাসকিনের সঙ্গে আমাদের। বিপিএল গভর্নিং কাউন্সিল তাসকিন ও আমাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে ফেলেছে।’
প্রসঙ্গত, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিরাজের ঘটনাকেও তাদের ব্যবস্থাপনা পরিচালক রিফাত উজ জামান মিস কমিউনিকেশন বলে দাবি করেছিলেন। এভাবে মিস কমিউনিকেশনেই বিতর্কের জন্ম হয়। বিব্রত হয় বিসিবি।