নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার দরপতনের ধারা থেকে বেরিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে। আজ মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। তবে আগের কার্যদিবসের মতো আজও দুই বাজারেই মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এদিন সব খাত মিলে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০৬টির। আর ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে শেয়ারবাজাওে সূচক ঊর্ধ্বমুখী থাকাকে বাজার সংশ্লিষ্টরা ইতিবাচক হিসাবে দেখছেন।
বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের এই দাম বাড়ার প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের কার্যদিবসের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২২ পয়েন্টে উঠে এসেছে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৫২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২৩ কোটি ৯৭ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১১ কোটি ৪৫ লাখ টাকা। টাকার অঙ্কে এ দিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরেই রয়েছে মুন্নু সিরামিক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ টাকার। ২৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেনে এর পরেই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ এবং ডাচ-বাংলা ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৩১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৪টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৪৫টির।