রাজধানীর মিরপুর রূপনগরে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মিজানুর রহমান মিজান (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দিনগত রাত ২টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।
শিশু মিজান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও গ্রামের রোকন মিয়ার ছেলে।
মিরপুরের ১১ নম্বর রোডের মজিবরের বস্তিতে পরিবারের সঙ্গে থাকতো সে।
সে স্থানীয় একটি স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। তার বাবা স্কুল ভ্যানচালক। মা মিনা আক্তার গৃহিনী। দুই ভাইয়ের মধ্যে মিজান বড় ছিল।
শিশুটির বাবা জানান, সে কোচিং শেষে বাসায় ফেরার পথে বেলুন ফুলানো দেখতে বিক্রেতার কাছে যেতেই ঘটনার শিকার হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ২টা টায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত গত ৩০ অক্টোবর বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় মনিপুর স্কুলের পাশে বেলুনের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে সেদিনই ছয় শিশু মারা যায়। সে ঘটনায় আহত হয় অন্তত ২০ জন।
পরদিন ভোররাত ১টার দিকে নাহিদ (৮) নামের আরেক শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায়।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।